1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সিরাজদিখানে ভূয়া ডেন্টাল চিকিৎসক গ্রেপ্তার • PRIYOBANGLANEWS24
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন

সিরাজদিখানে ভূয়া ডেন্টাল চিকিৎসক গ্রেপ্তার

প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩২৫ বার দেখা হয়েছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে দুইজন ভূয়া ডেন্টাল চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার সদর বাজারের ফয়সাল ডেন্টাল কেয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সিগঞ্জের টংগীবাড়ির সোনারং এলাকার মৃত আবেদ আলী ছেলে ফয়সাল আহম্মেদ (৪১) ও দক্ষিণ কেরানীগঞ্জের পূর্বদি এলাকার মৃত হরি দাসের ছেলে মাধব সরকার (৩৮)।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানান, সিরাজদিখান বাজারে ফয়সাল ডেন্টাল কেয়ারে কতিপয় ব্যক্তি রেজিঃ ও লাইসেন্সবিহীন ডেন্টাল ডাক্তার পরিচয়ে নিয়মিত চিকিৎসার নাম করে প্রতারণা করে আসছিলেন। বুধবার বেলা ৩টয় র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান