1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
নবাবগঞ্জে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের খাদ্য সহায়তা • PRIYOBANGLANEWS24
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেটের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৫০ বার দেখা হয়েছে।

শোকের মাসে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের সহযোগিতায় ঢাকা জেলা প্রশাসনের বাস্তবায়নে বাস সিএনজি চালক, হেলপার ও কর্মহীন ২ হাজার শ্রমিকদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গালিমপুর সোনাবান উচ্চ বিদ্যালয় মাঠ, কলাকোপায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ, শোল্লা উচ্চ বিদ্যালয় মাঠ ও বারুয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন অঞ্চলের শ্রমিকদের মাঝে সহায়তা করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, তেল,আটা, লবণ ও বিস্কুট।

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড-এর সাবেক চেয়ারম্যান ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াস মেহেদী, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, ইস্টার্ণ ব্যাংকের ডিএমডি শাহিন আহমেদ।

আরও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল, ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড.সাফিল উদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, তপন মোল্লা, দেওয়ান তুহিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ঢাকা জেলা দক্ষিণ তাঁতীলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান পলাশ।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান