1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
খ্যাতনামা ব্র্যান্ডের মোড়কে নিম্নমানের চাল: দোহারে এক ব্যবসায়ীকে অর্থদন্ড • PRIYOBANGLANEWS24
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ন

খ্যাতনামা ব্র্যান্ডের মোড়কে নিম্নমানের চাল: দোহারে এক ব্যবসায়ীকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৬৫৯ বার দেখা হয়েছে।

খ্যাতনামা বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে নিম্নমানের চিনিগুড়া চাল বাজারজাত করার অপরাধে ঢাকার দোহারে এক ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফজলে রাব্বি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার রাইপাড়া ইউনিয়নের নাগেরকান্দা গ্রামের মো. হারুন কবিরাজের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১১ এর সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১, সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম। এসময় বাড়িটিতে রাঁধুনি ও চাষী সহ খ্যাতনামা বিভিন্ন ব্র্যান্ডের নকল মোড়কে নিম্নমানের চিনিগুড়া চাল প্যাকেট করতে দেখা যায়। বাড়িটি থেকে বিএসটিআইর অনুমোদন ছাড়া নকল মোড়কে নোংরা ও খোলা পরিবেশে চিনিগুড়া চাল বাজারজাত করা হয় বলে জানায় র‌্যাব।

পরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ী হারুন কবিরাজকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান