1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
কেরানীগঞ্জে বসতঘরে স্ত্রীকে বেঁধে স্বামীকে হত্যা • PRIYOBANGLANEWS24
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৯:৫৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে বসতঘরে স্ত্রীকে বেঁধে স্বামীকে হত্যা

সিনিয়র প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৫৭৫ বার দেখা হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নিজ বসতঘরে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার শুভাঢ্যা উত্তরপাড়ার মসজিদ পাড়ার ওই বাসা থেকে শনিবার সকাল ১০টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আইয়ুব আলী জানিয়েছেন।

পূর্ব শত্রুতার জেরে শুক্রবার রাতের কোনো এক সময়ে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে জানান তিনি।

নিহত মো. মারুফ কাজী (৩০) ওই এলাকার মো. মাসুদ কাজীর ছেলে। স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে তাদের ওই বাড়িতে বসবাস করতো সে। পাশের আরেকটি বাড়িতে তার মা-বাবা বাস করতো।

ওই বাড়ির আরও দুই ভাড়াটিয়ার বরাত দিয়ে এসআই আইয়ুব প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, ওই বাড়ির আরও দুই ভাড়াটিয়া সকালে ঘুম থেকে উঠে দেখে মারুফকে কে বা কারা খুন করে তার স্ত্রীকে বেঁধে রেখেছে। সংবাদ পেয়ে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্øাহ্ মেডিকেল (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মাথায় ধাঁরালো অস্ত্রের আঘাতসহ ৫টি রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও নিহতের হাত-পা বাঁধা ছিল বলেন এসআই।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এসআই আইয়ুব জানান, মারুফ ও তার স্ত্রীর সম্পর্ক খুব ভালো ছিল না। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীসহ তার আটজন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাটি রহস্যজনক। এ ঘটনায় তদন্ত চলছে ও থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান