1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
দোহারে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ • PRIYOBANGLANEWS24
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ন

দোহারে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

রির্পোটারের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৬৬৬ বার দেখা হয়েছে।

ঢাকার দোহারে অভিযান মো. রবিন (৩০) ও মো. হৃদয় মাঝি (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে রবিনকে হেরোইন ও হৃদয়কে ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত রবিন উপজেলার মইতপাড়ার (৭নং ওয়ার্ড) মৃত ইছাহাক চৌকদারের এবং হৃদয় মাঝি মৌড়া’র (৮নং ওয়ার্ড) মৃত আরতর আলী মাঝির ছেলে।

রবিবার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বেলা সোয়া ১২টায় দোহারের মইতপাড়া পল্লীবাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় মাদক বেচাকিনির সময় ১৬০০ গ্রাম হেরোইনসহ রবিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

একই দিন দুপুর পৌনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা সহ হৃদয় মাঝিকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান