1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
  2. sujitpauldhaka@gmail.com : Sujit Kumer Paul :
শুক্রবার, ১৪ মে ২০২১, ০৪:২৪ অপরাহ্ন

নবাবগঞ্জে এবার বসত ঘর আগুনে পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট সময়ঃ শনিবার, ১ মে, ২০২১
  • ২৩ জন নিউজটি দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের একটি বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে ৩৬ ঘণ্টায় এ উপজেলায় ভিন্ন তিন স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে নয়নশ্রী ইউনয়িনের শান্তি নগর গ্রামের মোশারফ হোসেনের বসত ঘরে আগুন লেগে আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিক মোশারফ হোসেন বলেন, আমার ঘরের কারেন্টের মেইন সুুঁইচ হঠাৎ জ্বলে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাড়িতে আগুন লেগে যায়। ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।

ভুক্তভোগী বলেন দোহার ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে পৌছার আগেই এলাকাবাসীর সহায়তায় প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

উল্লেখ্য ৩৬ ঘন্টায় এ উপজেলায় তিনটি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে বান্দুরা বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি বাস ও ১৫টি দোকান আগুনে পুড়েছে। এর ১২ ঘণ্টা পরে কলাকোপা পোদ্দার বাজারের একটি প্লাষ্টিকের গোডাউনে আগুন লাগে তার ২৪ ঘন্টা পরে আবার নয়নশ্রীর শান্তি নগরে অগ্নিকান্ডে বসতঘরে পুড়ে ছাই হয়ে যায়।

এই নিউজটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরও নিউজ
কপিরাইট © ২০১৯-২০২০
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান