1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
কেরানীগঞ্জ দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার • PRIYOBANGLANEWS24
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪৯৬ বার দেখা হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মো. সজিব (৩২) ও মো. রাসেল (২৮) নামে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১০।

বুধবার বিকালে র‌্যাব-১০ বিষয়টি নিশ্চিত করেন বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের নিকট থেকে ডাকাতি হওয়া ০৪ টি অটোরিক্সা, ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি সিএনজি, ১টি মোটরসাইকেল, ২টি দেশীয় ধারালো অস্ত্র, ২ টি সুইচগিয়ার চাকু, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ডাকাতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া মহাসড়কের নিরিবিলি স্থানে অবস্থান নিয়ে অটোরিক্সা, সিএনজি, মোটর সাইকেল ইত্যাদির গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছে থাকা মূল্যবান সম্পদ লুটসহ অটোরিক্সা, সিএনজি, মোটর সাইকেল ইত্যাদি জোরপূর্বক ছিনিয়ে নিতো।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান