1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
  2. sujitpauldhaka@gmail.com : Sujit Kumer Paul :
শুক্রবার, ১৪ মে ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন

নবাবগঞ্জে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮

সিনিয়র প্রতিবেতক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট সময়ঃ সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৫৪ জন নিউজটি দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সত্তর বছর বয়সী আরও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ জন ও মোট আক্রান্তের সংখ্যা ৯৫১ জন।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসলোশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধা নারী মারা যায়।

৭০ বছর বয়সী ওই নারী উপজেলার শোল্লা ইউনিয়নের বাসিন্দা।

ডাঃ অনুপ জানান, সাত দিনের জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে ওই নারী গতকাল হাসপাতালে এসে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়ে নমুনা দেয়। ফলাফলে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বিষয়টি আমরা নিশ্চিত হয়। আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

এখন পর্যন্ত নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৯৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৪৪ জন ও আজকের ওই বৃদ্ধাকে নিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১৮ জন বলেন ডাঃ অনুপ।

এই নিউজটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরও নিউজ
কপিরাইট © ২০১৯-২০২০
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান