1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
  2. sujitpauldhaka@gmail.com : Sujit Kumer Paul :
শুক্রবার, ১৪ মে ২০২১, ০৫:১৮ অপরাহ্ন

নবাবগঞ্জে মানবিক কল্যান সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪ :
  • আপডেট সময়ঃ বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৬৯ জন নিউজটি দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জে সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘মানবিক কল্যাণ সংস্থার’ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বারুয়াখালী ইউনিয়নের ৭টি এলাকায় ৭০টি পরিবারের মাঝে
সংগঠনটির সদস্যরা ইফতার সামগ্রী পৌঁছে দেয়।

মানবতার সেবার লক্ষ্যে সংগঠনটি ২০২০ সালে স্থানীয় তরুণদের নিয়ে যাত্রা শুরু করে। করোনা ভাইরাসের দুর্দিনেও তাদের কার্যক্রম অব্যাহত ছিল। এছাড়া অসহায় ও দরিদ্র পরিবারের চিকিৎসা সহায়তায়ও আর্থিক অনুদান প্রদান করেছে সংগঠনটি।

সংগঠনটির সদস্যরা জানান, মানবতার কল্যাণে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তাদের এ পথচলা। দীর্ঘ এক বছরে মানুষের সেবায় নিয়মিত কাজ করছেন তারা। তাদের পথচলায় অনুপ্রেরণা জুগিয়েছে তরুণ প্রবাসীরাও। ইফতার সামগ্রী ছাড়াও তারা ঈদের আগে অসহায় পরিবারগুলোকে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি সহ নতুন জামা কাপড় পৌঁছে দেন।

ইফতার সামগ্রী বিতরণ কালে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরও নিউজ
কপিরাইট © ২০১৯-২০২০
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান