1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
নবাবগঞ্জে করোনায় দুই ব্যক্তির মৃত্যু • PRIYOBANGLANEWS24
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন

নবাবগঞ্জে করোনায় দুই ব্যক্তির মৃত্যু

সিনিয়র প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৬২০ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুকলেছ ও রাধেশ্যাম সরকার নামে দুই ব্যক্তির মারা গেছে। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে।

মৃত মুকলেছ (৫৬) উপজেলার নতুন বান্দুরার এবং রাধেশ্যাম সরকার (৫৬) বারুয়াখালির বাসিন্দা।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) হরগোবিন্দ সরকার অনুপ জানান, মুকলেছ শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ও রাধেশ্যাম বারুয়াখালির নিজ বাড়িতে মারা যায়।

এরা দুজনই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন জানিয়ে ডাঃ অনুপ প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, নিহতদের মধ্যে করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার বিভিন্ন উপসর্গ দেখা দিলে এ মাসের প্রথমদিন তারা নমুনা দিলে পরেরদিন ফলাফল পজেটিভ আসে। দুইজনের মধ্যে মুকলেছের অবস্থার অবনতি হলে তাকে সাতদিন আগে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডি মিলেনিয়াম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি। অন্যদিকে ঐদিনই রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে মারা যায় রাধেশ্যাম।

ডাঃ অনুপ আরও জানান, নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮৪৫ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ৭৪৭ জন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান