1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
  2. sujitpauldhaka@gmail.com : Sujit Kumer Paul :
বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৫:৪১ অপরাহ্ন

নবাবগঞ্জে অটোসহ চালক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ১৫২ জন নিউজটি দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জে আব্দুল আলী (৫০) নামের এক অটোচালক অটোসহ নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে উপজেলার আগলা কালুয়াহাটির নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে চালানোর উদ্দেশ্যে বের হন আব্দুল আলী। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। এঘটনায় রবিবার সকালে নবাবগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন তার স্ত্রী রেখা আক্তার।

নিখোঁজ আব্দুল আলী উপজেলার আগলা কালুয়াহাটি এলাকার মৃত সোনামুদ্দিনের ছেলে।

আব্দুল আলী স্ত্রী রেখা আক্তার বলেন, প্রতিদিনের মত শনিবার সকাল সাড়ে ৯টায় অটো রিকশা নিয়ে বের হন আব্দুল আলী। দুপুরে খাবার খেতে না আসায় আমরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করি। এসময় তার ফোন বন্ধ পাওয়া যায়। রাতেও তিনি বাসায় ফিরে আসেনি। রবিবার সকালে থানায় নিখোঁজ ডায়েরী করেছি।

পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি নিখোঁজ হওয়ায় আতঙ্কিত ও দুঃচিন্তায় তার পরিবার। নিখোঁজের পরনে লুঙ্গি ও নীল রঙের শার্ট ছিল বলে জানান পরিবারের লোকজন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিউজটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরও নিউজ
কপিরাইট © ২০১৯-২০২০
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান