1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ২৫ জুন ২০২২, ১০:১৯ অপরাহ্ন

বঙ্গবন্ধুর শততম জন্মদিনে দোহারে লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪৩৯ বার দেখা হয়েছে।

নানা আয়োজনে ইতিহাসের বরপুত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিজুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে ঢাকার দোহারের লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল।

শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে পুরুস্কার তুলে দেন লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক টিটন গাইন। এসময় অন্যন্যা শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক টিটন গাইন বলেন, যাঁর নামে ইতিহাসের দরজা খুলে যায় সেই বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারাটা জীবন তিনি বাঙালীর দুঃখ-কষ্ট দূর করার জন্য সংগ্রাম করে গেছেন। তিনি ছোটবেলা থেকেই শিশুদের ভালবাসতেন, যেকারণে শিশুদের কলকাকলিতে আজ মুখরিত থাকবে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জীবনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের আহ্বান জানান।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান