1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ২৬ জুন ২০২২, ০৪:৩১ অপরাহ্ন

নবাবগঞ্জে আহত যুবলীগ নেতাদের দেখতে হাসপাতালে পনিরুজ্জামান তরুণ

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪১৭ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন প্রতিপেক্ষর হামলায় আহত দুই যুবলীগ নেতাকে দেখতে গেলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

মঙ্গলবার দুপুরে তিনি আহত দুই যুবলীগ নেতাকে হাসপাতালে দেখতে আসেন এবং চিকিৎসকের সঙ্গে কথা বলেন তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

এ সময় এ নেতার সফরসঙ্গী ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য শাহিন খান, ঢাকা জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সামিমুল আহাদ রনক, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুজন বাবু, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখার সভাপতি দিপ্ত দেওয়ান, শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলার দিঘীরপাড় খালপাড়ে শনিবার রাতে উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অলিউর রহমান অলি ও সহ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের উপর হামলা করে প্রতিপক্ষ। এঘটনায় রাশেদুল বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান