1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
  2. sujitpauldhaka@gmail.com : Sujit Kumer Paul :
বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ০৮:১৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জে জ্বর ও শ্বাসকষ্টে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ১৩৭ জন নিউজটি দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ ওমর ফারুক জানান, সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা নেওয়ার প্রস্তুতিকালে ওই কিশোরের মৃত্যু হয়।

মৃত ফয়সাল (১১) নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

ডাঃ ওমর ফারুক জানান, গত ৪-৫ দিন আগে থেকে ফয়সাল জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিল। সোমবার স্বজনরা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা নেওয়ার প্রস্তুতিকালে ফয়সালের মৃত্যু হয়।

নিহতের স্বজন দেলোয়ার বেপারি জানান, ফয়সাল মাদ্রাসায় লেখাপড়া করতো। গত বৃহস্পতিবার রাতে ফয়সাল জ্বর নিয়ে মাদ্রাসা থেকে বাসায় আসে। পরদিন সকালে চিকিৎসার জন্য দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। আজ তার অবস্থার চরম অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হলে মারা যায় সে।

এই নিউজটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরও নিউজ
কপিরাইট © ২০১৯-২০২০
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান