1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
  2. sujitpauldhaka@gmail.com : Sujit Kumer Paul :
বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৮:২০ অপরাহ্ন

দোহারে মহিলা আওয়ামীলীগের মতবিনিময় সভা ও আনন্দ র‌্যালি

তানজিম ইসলাম। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট সময়ঃ শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৯৭ জন নিউজটি দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলায় মত বিনিময় সভা ও আনন্দ র‌্যালি করেছে দোহার উপজেলা মহিলা আওয়ামীলীগ।

শনিবার সকালে উপজেলার একটি রেস্টুরেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য অবমাননার প্রতিবাদে ও মহামারি করোনা ভাইরাস রোধে সামাজিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পদ্মা সেতু নির্মাণ সম্পূর্ণ হওয়ায় আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রতন স্বাধীনতা চত্তরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দোহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জাহানার বেগম, রোবা নার্গিস, শিরিন চৌধুরী, মনিকা ইসলাম, দোহার ও নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয়নের নেত্রীবৃন্দ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন দোহার উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম।

এই নিউজটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরও নিউজ
কপিরাইট © ২০১৯-২০২০
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান