1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১, ০২:০৩ অপরাহ্ন

ধামরাইয়ে নবজাতক ছেলে শিশু উদ্ধার

সিনিয়র প্রতিবেদক, প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ২৫৯ বার দেখা হয়েছে।

ঢাকার ধামরাই উপজেলায় একটি মসজিদের সিড়িতে ফেলে যাওয়া এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ধামরাই থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, উপজেলার কালামপুর বাজার জামে মসজিদের সিড়িতে ফেলে যাওয়া শিশুটিকে মঙ্গলবার রাতে উদ্ধার করা হয়েছে।
আনুমানিক ৫/৭দিন বয়সী নবজাতক ছেলে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

ওসি দীপক প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, রাতে স্থানীয়রা এক শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে মসজিদের সিড়িতে গিয়ে শিশুটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ ও স্বাভাবিক আছে।

উপজেলা সমাজ সেবা অফিস শিশুটির দেখভাল করছে জানিয়ে ওসি বলেন, শিশুটির পরিচয় শনাক্ত করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। পরিচয় শনাক্ত করা না গেলে শিশুটিকে ঢাকার আজিমপুর সরকারি শিশু নিবাসে পাঠানো হবে। সেখান থেকে শিশুটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান