1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
  2. sujitpauldhaka@gmail.com : Sujit Kumer Paul :
বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৭:১৭ অপরাহ্ন

দোহারে মাদক সেবনে বাধা দেয়ায় হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ জুন, ২০২০
  • ২০৭৭ জন নিউজটি দেখা হয়েছে।

মাদক সেবনে বাধা দেয়ায় ঢাকার দোহারে হামলার ঘটনার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা বাজারে এ ঘটনা ঘটে।

আহত মো. বাবুল বলেন, এক সপ্তাহ আগে একই গ্রামের আক্কাস আলীকে তার ছেলেদের ইয়াবা সেবনের বিষয়ে বলতে গেলে উল্টো আক্কাস আলী তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এরপর শনিবার (১৩ জুন) সন্ধ্যায় আমি বাস্তা বাজারে গেলে আক্কাস তার দুই ছেলে আল-আমিন ও মিলন এবং একই এলাকার মজনুর ছেলে মিহাদ সহ অজ্ঞাত ২/৩ জন লাঠিশোটা নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বাস্তা বাজারের মুরগীর দোকানদার নুর ইসলাম বলেন, বাবুলের উপর হামলা করলে সে দৌড়ে আমার দোকানের ভিতরে চলে আসে। কিন্তু আক্কাসের ছেলেরা আমার দোকানের ভেতরে ঢুকেই বাবুলকে পেটাতে থাকে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আক্কাসের ছেলে মিলনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চর মাহ্মুদপুর ফাঁড়ির এসআই শাহ আলম বলেন, আহত বাবুলের স্ত্রী ফরিদা পারভীন থানায় একটি লিখিত অভিযোগ করলে আমারা অভিযোগের ভিত্তিতে আক্কাসকে শনিবার রাতেই গ্রেপ্তার করেছি। বাকীরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই নিউজটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরও নিউজ
কপিরাইট © ২০১৯-২০২০
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান