1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
  2. sujitpauldhaka@gmail.com : Sujit Kumer Paul :
বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৮:৪৫ অপরাহ্ন

বইমেলায় আব্দুল্লাহ আল ইমরানের ৫ উপন্যাস

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬০১ জন নিউজটি দেখা হয়েছে।

তরুন লেখক ও কথাসাহিত্যিক আব্দুল্লাহ আল ইমরানের ৫টি উপন্যাস পাওয়া যাচ্ছে এবারের একুশে গ্রন্থমেলায়।
এবারের বইমেলায় তরুন এই লেখকের নতুন উপন্যাস ‘চন্দ্রলেখা’ প্রকাশিত হচ্ছে অন্বেষা প্রকাশনী থেকে। এছাড়াও পাওয়া যাচ্ছে পাঠপ্রিয়তা পাওয়া দিবানিশি, কালচক্র, হৃদয়ের দখিন দুয়ার ও এইসব ভালোবাসা মিছে নয় উপন্যাসগুলো।

চন্দ্রলেখা, দিবানিশি ও কালচক্র পাওয়া যাবে অন্বেষা প্রকাশনীর ৩৩ নম্বর স্টলে এবং হৃদয়ের দখিন দুয়ার ও এইসব ভালোবাসা মিছে নয় পাওয়া যাবে শিখা প্রকাশনীর ৫১৭-২০ নম্বর স্টলে।

ঔপন্যাসিক আবদুল্লাহ আল ইমরান বলেন, ‘এক জীবনের বাইরেও যে আরও অসংখ্য জীবন আছে, তা জানতে বই পড়ার বিকল্প নেই। নদী পাড়ের পাটকল শ্রমিক এলাকায় বেড়ে ওঠায় প্রান্তিক মানুষের জীবন ও গল্প আমাকে টানে। সেসব গল্পই তুলে আনি উপন্যাসে। সর্বশেষ উপন্যাস চন্দ্রলেখায়ও দুই নারীর সংগ্রাম এবং তাদের ঘিরে আরও কিছু জটিল মানুষের গল্প বলেছি।’

এই নিউজটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরও নিউজ
কপিরাইট © ২০১৯-২০২০
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান