1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫১ পূর্বাহ্ন

বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৫৯ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বান্দুরা হলিক্রস স্বুল এন্ড কলেজে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। খেলায় বিদ্যালয়ের ২০টি দল অংশগ্রহণ করবে।

বুধবার উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের এএসপি মো. আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ দেহ ও সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। মাদক ও মোবাইলের ভার্চুয়াল জগতের ভয়াল থাবা থেকে বাঁচাতে হলে পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ করতে হবে। এসময় তিনি আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় বিদ্যালয়ের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফাদার তুষার কস্তা, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য ডা. রফিকুল ইসলাম।

এসময় বিদ্যালয়ের উপাধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর