1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:০১ পূর্বাহ্ন

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ: নবাবগঞ্জে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৫৮৮১ বার দেখা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহকে নিয়ে কটুক্তি করার অভিযোগে ঢাকার নবাবগঞ্জে রাকেশ চক্রবর্তী (১৮) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গালিমপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রাকেশ উপজেলার গালিমপুর ঠাকুর বাড়ির মৃত হরিপদ চক্রবর্তীর ছেলে।

নবাবগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক মো. নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাকেশ চক্রবর্তী ফেসবুক ম্যাসেঞ্জারে আল্লাহকে নিয়ে কটুক্তি করে। যা সোমবার রাতে ফেসবুকে ভাইরাল হলে তাকে আটক ও শাস্তির দাবি জানান স্থানীয় মুসলমানরা। খবর পেয়ে মঙ্গলবার সকালে রাকেশকে তার বাড়ি থেকে আটক করার পর থানায় নিয়ে আসা হয়।

স্থানীয়রা জানান, রাকেশের এমন কান্ডে এলাকার জনগণ যেভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছিল তাতে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। রাকেশ আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে তা ইসলাম ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমরা এর উপর্যুক্ত বিচার চাই।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, রাকেশ চক্রবর্তীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর