1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন

দোহারে ব্যাচ-৯৫ এর পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ ২৪
  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ১২৬৩ বার দেখা হয়েছে।

ঢাকার জেলার দোহার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৯৫ এর পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমন রোধে মাস্ক ও হ্যান্ড গ্লাভস হস্তান্তর করা হয়েছে।
দোহার থানার পুলিশ কনস্টেবল ও সাধারণ মানুষের মাঝে বিতরনের জন্য ৪০০ মাস্ক ও ৪০০ হ্যান্ড গ্লাভস হস্তান্তর করা হয় দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের হাতে। এসময় থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন উপস্থিত ছিলেন। ব্যাচ-৯৫ এর পক্ষে সাংবাদিক অমিতাভ অপু মাস্ক ও হ্যান্ড গ্লাভস হস্তান্তর করেন।

ব্যাচ-৯৫ এর আজিজ হাসান, মো. মিলন হোসেন, সায়েম মোল্লা ও মিজানুর রহমান আজমীরের আর্থিক সহযোগিতায় করোনা সংক্রম রোধে বিতরণের জন্য মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণের উদ্যোগ নেয়া হয়। এগুলো বিতরণ করতে গিয়ে জনসমাগম সৃষ্টি হতে পারে বিবেচনায় রেখে সুষ্ঠভাবে তা বিতরণের জন্য দোহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর